১। আবেদন পত্র সংগ্রহ ও জমার তারিখ : ২৮ অক্টোবর থেকে ২৪ নভেম্বর ২০২২। ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে ২৭ নভেম্বর ২০২২, রবিবার, সকাল ৯টায় ৷
পরীক্ষা গ্রহণ কেন্দ্র :- মেরিট একাডেমি।
ফল প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২২ সকাল ৮ ঘটিকায়।
৩। আবেদনপত্রের সঙ্গে জন্ম সার্টিফিকেট, Caste ও OBC সার্টিফিকেট, আধার কার্ড নং এর জেরক্স কপি এবং অতিরিক্ত এক কপি ছবি জমা দিতে হবে।
৪। জানুয়ারী ০২.০১.২০২৩ থেকে শিক্ষাবর্ষ শুরু হবে
ছাত্রদের :হাফ হাওয়াই শার্ট ও হাফ প্যান্ট তৎসহ স্ট্রাইপ নেকটাই এবং কালো জুতো, কালো মোজা ও কালো স্কুল ব্যাগ ।
ছাত্রীদের : হাফ হাওয়াই শার্ট ও নিচের অংশ স্কার্ট তৎসহ স্ট্রাইপ নেকটাই। কালো জুতো, কালো মোজা ও কালো স্কুল ব্যাগ। ছাত্র-ছাত্রীদের শোয়েটার হবে নেভী ব্লু রংয়ের (প্রাথমিক ও মাধ্যমিক বিভাগ)।
ভর্তির সময় স্কুল ড্রেসের কাপড়ের নমুনা দেওয়া হবে
Primary Amission Scecondary Admissionবাংলা: 'অ' থেকে 'খ' পর্যন্ত শিখতে, পড়তে জানা চাই।
গণিত: ১ থেকে ১০ পর্যন্ত পড়তে শিখতে জানা চাই
বাংলা :-ছড়া, ফাঁকা জায়গা পূরণ, এলোমেলো বর্ন সাজিয়ে শব্দ তৈরি, শব্দের অর্থ, প্রশ্নের উত্তর (বর্ণ পরিচয় ১ম ভাগ বিদ্যাসাগর) পাখি, ফল, প্রাণী, রং ও বোধ মূলক বিষয়
গণিত:- কথায় লিখন, সংখ্যায় লিখন, যোগ, বিয়োগ, ছোটো থেকে বড়ো, বড়ো থেকে ছোটো সাজানো, আগের ও পরের সংখ্যা বসানো (১ থেকে ১০০)
বাংলা :- পদ্যর শূন্যস্থান পূরণ, অর্থ, বাক্য গঠন, শব্দ গঠন, বিপরীত শব্দ, বোধ পরীক্ষা, অনুচ্ছেদ, প্রশ্নোত্তর।
গণিত:- কথায় ও সংখ্যায় লিখন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লিখিত অঙ্কের সমাধান।
ইংরাজী :- অর্থ লিখন, বঙ্গানুবাদ, শূন্যস্থান পূরণ (বর্ণ, শব্দ দিয়ে), বাক্য গঠন, বিপরীত শব্দ, প্রশ্নোত্তর।
সহায়ক পুস্তক:- পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত প্রথম শ্রেণির পাঠ্য বই
বাংলা :- গদ্য-পদ্যর শূন্যস্থান পূরণ, প্রশ্নোত্তর, অর্থ, বাক্য গঠন, শব্দ গঠন, বিপরীত শব্দ, বোধ পরীক্ষা, অনুচ্ছেদ।
গণিত:- কথায় ও সংখ্যায় লিখন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরল, লিখিত অঙ্কের সমাধান।
ইংরাজী :- অর্থ লিখন, বঙ্গানুবাদ, শূন্যস্থান পূরণ (বর্ণ, শব্দ দিয়ে), বাক্য গঠন, বিপরীত শব্দ, ইংরেজীতে প্রশ্নোত্তর।
সাধারণ জ্ঞান :- আমাদের পরিবেশ (দ্বিতীয় শ্রেণি), সাম্প্রতিক প্রসঙ্গ ও খেলাধূলা সম্পর্কিত সাধারণ জ্ঞান।
সহায়ক পুস্তক:- পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত দ্বিতীয় শ্রেণির পাঠ্য বই।
বাংলা :- গদ্য-পদ্যর শূন্যস্থান পূরণ, প্রশ্নোত্তর, অর্থ, বাক্য গঠন, শব্দ গঠন, বিপরীত শব্দ, বোধ পরীক্ষা, অনুচ্ছেদ।
গণিত:- কথায় ও সংখ্যায় লিখন, দশমিক টাকা পয়সার যোগ, দশমিক টাকা পয়সার বিয়োগ, গুণ, ভাগ, সরল, গুননিয়ক ও গুনিতক, লিখিত অঙ্কের সমাধান।
ইংরাজী :- অর্থ লিখন, বঙ্গানুবাদ, শূন্যস্থান পূরণ (বর্ণ, শব্দ দিয়ে), বাক্য গঠন, বিপরীত শব্দ, ইংরেজীতে প্রশ্নোত্তর,
সাধারণ জ্ঞান :- আমাদের পরিবেশ (তৃতীয় শ্রেণি)।
বিবিধ :- মানসিক পারদর্শিতা, সাম্প্রতিক প্রসঙ্গ ও খেলাধূলা সম্পর্কিত সাধারণ জ্ঞান। সহায়ক পুস্তক :- পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত তৃতীয় শ্রেণির পাঠ্য বই।
বাংলা :- ১. পাতা বাহার (চতুর্থ শেণি) : পুস্তকের সমগ্র পাঠ্যাংশ। ২. ব্যাকরণ ঃ (ক) বর্ণ— স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ (খ) শব্দগঠন— বর্ণ সাজিয়ে বর্ণযোগে (গ) প্রদত্ত শব্দের বর্ণবিশ্লেষণ (ঘ) স্বরসন্ধি ঙ) পদ পরিচয় – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয় (চ) পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের পারস্পরিক রূপান্তর(ছ) শব্দার্থ (জ) বিপরীতার্থক শব্দ (ঝ) একাধিক সমার্থক শব্দ (ঞ) এক কথায় প্রকাশ।
English : 1. Butterfly : পুস্তকের সমগ্র পাঠ্যাংশ। 2. Reading Comprehension- Seen and Unseen. 3.A) Grammar : (i) Vowels and Consonants (ii) Parts of Speech (iii) Number (iv) Gender (v) Articles- a, an, the (vi) Tense - Simple Present, Simple Past, Simple Future (vii) Prepositions- on, in, at, with, under, near. B) Vocabulary : (i) Arranging of letters to make meaningful words (ii) Correction of spelling of mis-spelt words (iii) Young ones (or Babies) of animals (iv) Opposite words (v) Vegetables (vi) Bengali meaning of English words and English words of Bengali words. 4. Translation of Bengali Sentences into English (Based on the Syllabus of Tense).
গণিত : আমার গণিত (চতুর্থ শ্রেণি) পুস্তকের সমগ্র পাঠ্যাংশ।
সাধারণ জ্ঞান : (ক) আমাদের পরিবেশ (চতুর্থ শ্রেণি)।
বিবিধ ঃ মানসিক পারদর্শিতা, সাম্প্রতিক প্রসঙ্গ ও খেলাধূলা সম্পর্কিত সাধারণ জ্ঞান।
সহায়ক পুস্তকাবলী ঃ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত চতুর্থ শ্রেণির সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক এবং চতুর্থ শ্রেণির উপযোগী বাংলা ব্যাকরণ, English Grammar ও সাধারণ জ্ঞানের পুস্তক।
বাংলা :- ১. পাতাবাহার (পঞ্চম শ্রেণি) পুস্তকের সমগ্র পাঠ্যাংশ। ২. বাংলা ব্যাকরণ : (ক) ধ্বনি, বর্ণ ও শব্দ (খ) পদ (বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও যোজক (গ) লিঙ্গ ও বচন (ঘ) সমার্থক শব্দ (৫) স্বর সন্ধি ও ব্যঞ্জন সন্ধি (চ) শুদ্ধ ও অশুদ্ধ বানান। ৩. অনুচ্ছেদ লিখন ।
English : Reading Comprehension Text Book: Butterfly (V). 2. Grammar : (i) Parts of Speech (ii) Articles (iii) Preposition (iv) Number (v) Gender (vi) Tense - Simple Present: (a) Formation of interrogative & Negative Sentence. (b) Translation from Bengali to English & English to Bengali (c) Proper form of Verb (based on your syllabus). 3. Vocabulary : (i) Word meaning. (ii) Word making (iii) Arranging of Words to form Correct Sentence. (iv) Correction Spelling. (v) Synonym and Antonym of word. 4. Writing Paragraph
গণিত পাঠ্যসূচী :- ১) পাটি গণিত : (ক) ভগ্নাংশ (খ) ঐকিক নিয়ম (গ) ল.সা.গু ও গ.সা.গু (ঘ) বর্গমূল (ঙ) পরিসীমা ও ক্ষেত্র (চ) মেট্রিক পদ্ধতি। ২) জ্যামিতি : (ক) বিন্দু, সরলরেখা ও সমতল (খ) রেখাংশ, কোণ ও ত্রিভুজ (গ) বৃত্ত চ (ঘ) পূরককোণ ও সম্পূরককোণের ধারণা।
আমাদের পরিবেশ (পঞ্চম শ্রেণি) পুস্তকের সমগ্র পাঠ্যাংশ।/p>
সাধারণ জ্ঞান (সমসাময়িক ঘটনাবলি)।
বাংলা :- ১. পাঠ্য পুস্তক : সাহিত্য মেলা (ষষ্ঠ শ্রেণি)। ২. ব্যাকরণ ঃ (ক) সন্ধি, (খ) শব্দ গঠন, (গ) সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দগঠন (ঘ) শব্দ ও বিভক্তি (ঙ) শব্দ ও উপসর্গ (চ) পদ ও অনুসর্গ ৩. নির্মিতি ঃ (ক) পদ পরিবর্তন (খ) সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ (গ) সমার্থক শব্দ/ প্রতিশব্দ (ঘ) বিপরীতার্থক শব্দ (ঙ) বোধ-পরীক্ষণ।
English : 1. Text Book BLOSSOMS (VI) 2. Grammar - i) Textual Grammar. (ii) Parts of Speech (iii) Article / Preposition (iv) Subject Verb (v) Contractions (vi) Much / Many/ Some / Any (vii) Adverbs, Classification of Adverbs (viii) Number / Gender (ix) Antonyms / Synonyms (x) Sentence (xi) Conjugation of Verbs (xii) Make Sentence. 3. Writing Skill- Paragraph.
গণিত :- গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণি) ১) পাটি গণিত ঃ ক) ল.সা.গু. ও গ.সা.গু. খ) বর্গমূল। গ) শতকরা। ঘ) অনুপাত ও সমানুপাত। ও) তথ্য সাজানো ও বিচার। ২) বীজ গণিত (ষষ্ঠ শ্রেণি) : ক) অভিমুখি বা নিয়ন্ত্রিত সংখ্যা। খ) বীজ গাণিতিক চলরাশির ধারণা। ৩) জ্যামিতি (ষষ্ঠ শ্রেণি) : ক) রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। খ) বৃত্তবিষয়ক জ্যামিতিক ধারণা। গ) বিভিন্ন জ্যামিতিক চিত্রাঙ্কন।
জেনারেল সায়েন্স : পরিবেশ ও বিজ্ঞান (ষষ্ঠ শ্রেণি)। পাঠ্যসূচি : ১. মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। ২. বল ও শক্তির প্রাথমিক ধারণা। ৩. তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। ৪. মানুষের শরীর। ৫. সাধারণ যন্ত্রসমূহ।
ইতিহাস : অতীত ও ঐতিহ্য (ষষ্ঠ শ্রেণি)। পাঠ্যসূচি ঃ ১. ইতিহাসের ধারণা (পৃষ্ঠা-২-১৫)। ২. ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা (পৃষ্ঠা-২৮-৪২) ৩. খ্রীঃ পূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ (পৃষ্ঠা-৬৪-৭৫)
ভূগোল : আমাদের পৃথিবী (ষষ্ঠ শ্রেণি)। ১) প্রথম অধ্যায়- আকাশ ভরা সূর্যতারা। ২) সপ্তম অধ্যায়- আবহাওয়া ও জলবায়ু। ৩) দশম অধ্যায়- আমাদের দেশ ভারত
বাংলা :- ১. বাংলা : সাহিত্য মেলা (সপ্তম শ্রেণি) । ২. বাংলা ব্যকরণ ঃ (ক) ব্যঞ্জন সন্ধি (খ) বাংলা শব্দ সম্ভার (গ) ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান (ঘ) ধ্বন্যাত্মক, অনুকার ও শব্দদ্বৈত (ঙ) কৃৎ-প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় ও বিদেশী তদ্ধিত প্রত্যয় (চ) কারক ও অকারক। ৩. নির্মিতি অধ্যায়- (ক) এক কথায় প্রকাশ (খ) বাগধারা (গ) পত্রলিখন।
English : 1. Text Book : BLOSSOMS (VII) 2. Grammar - i) All Textual Grammar. (ii) Voice Change (iii) Narration Change (iv) Sub- (v) Tense (vi) Parts of Speech (vii) Antonyms / Synonyms / Homephones / One Word Substitution / Homonyms (viii) Article/Prepositions/Adverb And-their Classification (ix) Degree. 3. Writing Skill - Letter.
গণিত :- গণিত প্রভা (সপ্তম শেণি)। ১. পাটি গণিত : ক) অনুপাত ও সমানুপাত (খ) ভগ্নাংশের বর্গমূল (গ) সময় ও দূরত্ব। ২. বীজ গণিত ঃ ক) সূচকের ধারণা (খ) বীজগাণিতিক সূত্রাবলী ও তাদের প্রয়োগ (গ) উৎপাদক বিশ্লেষণ (ঘ) সমীকরণ গঠন ও সমাধান। ৩. পরিমিতি ঃ আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ৪. জ্যামিতি : ক) সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারনা। (খ) সর্ব সমতার ধারণা। (গ) ত্রিভুজের ধর্ম।
জীবন বিজ্ঞান : পরিবেশ ও বিজ্ঞান (সপ্তম শ্রেণি)। অধ্যায়: ৫ মানুষের খাদ্য। অধ্যায় :৭ পরিবেশ সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। অধ্যায় : ৮ পরিবেশ ও জনস্বাস্থ্য।
ভৌত বিজ্ঞান : পরিবেশ ও বিজ্ঞান (সপ্তম শ্রেণি)। ১. অনু, পরমানু। ২. রাসায়নিক বিক্রিয়া।
ইতিহাস : অতীত ও ঐতিহ্য (সপ্তম শ্রেণি)। ১. ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা- খ্রীষ্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। (পৃষ্ঠা-৭-২২)। ২. মুঘল সাম্রাজ্য (পৃষ্ঠা-৬৯-৮৭)। ৩. মুঘল সাম্রাজ্যের সংকট (পৃষ্ঠা-১৫৯-১৬৪)
ভূগোল : আমাদের পৃথিবী (সপ্তম শ্রেণি)। ১. প্রথম অধ্যায়- পৃথিবীর পরিক্রমণ। ২. চতুর্থ অধ্যায়- ভূমিরূপ । ৩. পঞ্চম অধ্যায়- নদী। ৪. নবম অধ্যায়- এশিয়া মহাদেশ
বাংলা :- ১. পাঠ্যপুস্তক সহিত্যমেলা (অষ্টম শ্রেণি)br ২. ব্যাকরণ - (ক) ধ্বনি পরিবর্তন (খ) দল বিশ্লেষণ (গ) পদ ও পদের শ্রেণি বিভাগ (ঘ) ক্রিয়াপদ (ঙ) ক্রিয়ার কাল (চ) সমাস (ছ) বাক্যের ভাব বা অর্থগত শ্রেণিকরণ ও রূপান্তর (জ) বাংলা ভাষার সাধু ও চলিত রীতি (বা) সন্ধি (ঞ) উপসর্গ (ট) প্রকৃতি-প্রত্যয় (ঠ) কারক ও বিভক্তি (ড) পদান্তর। ৩. নির্মিতি - (ক) বাংলা প্রবাদ (খ) শব্দ ও পদের বিশিষ্টার্থে প্রয়োগ (গ) অনুচ্ছেদ লিখন।
English : 1. Text Book : BLOSSOMS (VIII) : Revision Lesson + Lessons- 1-10 (Pages 1 to 98)br 2. Reading Comprehension - Seen and Unseen. 3. Grammar & Vocabulary A) Grammar : (i) Articles and Prepositions (ii) Tense in details (iii) Voice Change (iv) Narration Change (v) Clause and its different kinds (vi) Group verbs or Phrasal verbs (vii) Infinitives and participles (viii) Joining of Sentences (ix) Transfromation of Sentences. (B) Vocabulary : (i) Synonyms (ii) Antonyms (iii) Prefix and suffix (iv) Homophones (v) Word generation from one parts of Speech to another (vi) Single word for a group of word.
গণিত :- গণিত প্রভা অষ্টম শ্রেণি- (পুরো বই)।
জীবন বিজ্ঞান : পরিবেশ ও বিজ্ঞান (অষ্টম শ্রেণি)। অধ্যায় : ৬ দেহের গঠন। অধ্যায় : ৮ মানুষের খাদ্য ও খাদ্য উপাদান । অধ্যায় : ১০ পরিবেশ সংকট ও সংরক্ষণ।/p>
ভৌত বিজ্ঞান : পরিবেশ ও বিজ্ঞান (অষ্টম শ্রেণি)। ১. স্পর্শছাড়া ক্রিয়াশীল বল। ২. তাপ। ৩. পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম। ৪. পরমানুর গঠন।
ইতিহাস : অতীত ও ঐতিহ্য (অষ্টম শ্রেণি)। ১. ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ। (পৃষ্ঠা-৭৭-৯৮) ২. জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ (পৃষ্ঠা-৯৭-১১৩)। ৩. ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন (পৃষ্ঠা-১১৫-১৩২)
ভূগোল : আমাদের পৃথিবী (অষ্টম শ্রেণি)। ১. প্রথম অধ্যায়- পৃথিবীর অন্দর মহল। ২. দ্বিতীয় অধ্যায়- অস্থিত পৃথিবী। ৩. চতুর্থ অধ্যায়- চাপবলয় ও বায়ুপ্রবাহ। ৪. নবম অধ্যায়- উত্তর আমেরিকা