একটি উন্নততর শিক্ষা পরিকাঠামো গড়ে তুলে তাকে সর্ববিধ প্রকারে কার্যকরী করে তোলার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেই 2010 সালে ' মেরিট একাডেমি ট্রাস্ট ' গঠিত হয়। যার উদ্দেশ্য হল - সমাজের সর্বস্তরের মেধা সম্পন্ন ছাত্র - ছাত্রীদের উন্নততর শিক্ষা প্রদানের মাধ্যমে উৎকর্ষতা
প্রদান করে জ্ঞানে বিজ্ঞানে বিকশিত মেধাকে সমৃদ্ধ দেশ গঠনের কাজে সহায়ক করে তোলা।
VIEW DETAILS